নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্ম জয়ন্তী পালনের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ মূল অনুষ্ঠান হবে আগরতলায় নজরুল কলা ক্ষেত্রে৷ ২৬ মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী৷ কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালনের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ উপলক্ষে রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি হবে আগরতলায় নজরুল কলাক্ষেত্রে৷ এখানে প্রভাত ফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হবে৷ প্রভাত ফেরী নজরুল কলাক্ষেত্রের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে পুনরায় সেখানে এসে শেষ হবে৷ এরপর নজরুল কলা ক্ষেত্রে সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ নজরুল কলা ক্ষেত্রে কাজী নজরুল ইসলামের বর্বর মূর্তিটি বৃহস্পতিবার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়৷ কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন৷
2023-05-25

