দুর্গাপুর, ২৩ মে (হি. স.) ফের দামোদরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল এক বালকের। মৃত নাম অস্মিত পাসওয়ান (১৪ )। মঙ্গলবার ঘটনাটি ঘটে অন্ডালের মদনপুরের পুবরা ঘাটে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বালকের বাবা সন্তোষ কুমার পাসওয়ান রেল কর্মী। অন্ডালের লোকোগেট এলাকায় রেল আবাসনে থাকেন। এদিন মৃত অস্মিত সহ পাঁচ বন্ধু একসঙ্গে পুবরা দামোদর ঘাটে স্নান করতে গিয়েছিল । নদীর জলে নামার কিছুক্ষণ পর অস্মিত জলে স্রোতে তলিয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়রা শুরু করে উদ্ধার কাজ । বেশ কিছুক্ষণ নদীর জলে খোঁজাখুঁজির পর উদ্ধার হয় অস্মিতের নিথর দেহ। দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। ময়না তদন্তের জন্য পুলিশ মৃতদেহটি থানায় নিয়ে যায় ।