উদয়পুরে স্কুল ক্রিকেট গড়িয়া একাডেমিকে হারিয়ে জামজুরি ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ মে।।ফাইনালে খেলার ছাড়পত্র পেলো জামজুরি স্কুল। ঘাম ঝরিয়ে জয় পেলো গড়িয়া আকাদেমির বিরুদ্ধে। কৃষান দাসের অলরাউন্ড পারফরম্যান্সে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌স্কুল ক্রিকেটে। কে বি আই মাঠে অনুষ্ঠিত ম্যাচে জামজুরি স্কুল ২ উইকেটে পরাজিত করে গরিয়া আকাদেমি। নবাগত গরিয়া আকাদেমির লড়াকু ক্রিকেটারদের গড়া ১৪৩ রানের জবাবে জামজুরি স্কুল ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের কৃষান দাস প্রথমে বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ২৭ রান করে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে অতিরিক্ত ৩৬ রানের দৌলতে  গরিয়া আকাদেমি ১৪৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রোহিত জমাতিয়া ২৮ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯,হামবাই জমাতিয়া ২৮ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯,নুকসাং জমাতিয়া ২৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং রাজেশ জমাতিয়া ১৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন।  জামজুরি স্কুলের পক্ষে কৃষান দাস (‌৩/‌১৭) এবং সাগর মজুমদার (‌২/‌১৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে জামজুরি স্কুল ৩২.‌৩ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে সাগর মজুমদার ৩১ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌ ২৯,কৃষান দাস ৩০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৭,দলনায়ক সানু দাস ২৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২১ এবং সৌরভ দে ১৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩০ রান। গরিয়া আকাদেমির পক্ষে হামবাই জমাতিয়া (‌৫/‌৪১) সফল বোলার।‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *