ঝড়খালি, ২০ মে (হি. স.) : বেআইনি ভাবে পানীয় জলের প্ল্যান্ট চালানোর অভিযোগে দীপক গায়েন নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল দক্ষিণ ২৪ পরগণার ঝড়খালি কোস্টাল থানার পুলিশ। শুক্রবার রাতে হিরন্ময়পুর গ্রাম থেকে গ্রেফতার করা হয় দীপককে। শনিবার তাঁকে আলিপুর আদালতে তোলা হয়েছে।
দীপকের বিরুদ্ধে অভিযোগ বেআইনি ভাবে এলাকায় ভূগর্ভস্থ জল তুলে তা বোতল বন্দী করে এলাকায় বিক্রি করছিলেন। বারুইপুর জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও ঝড়খালি কোস্টাল থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দেয় ও অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার তাকে আলিপুর আদালতে তোলা হয়েছে।

