BRAKING NEWS

মৎস্যচাষ ও প্রাণীপালনে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির বিষয়ে বেকারদের সচেতন ও উৎসাহিত করতে হবে : মৎস্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷  প্রাণীজ খাদ্য উৎপাদনে ত্রিপুরাকে স্বয়ংসম্পর্ণ হতে এবং কর্মসংস্থানের সুুযোগ সৃষ্টিতে মৎস্যচাষ, প্রাণীপালনে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন প্রাণীসম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুুধাংশু দাস৷ আজ শান্তিরবাজারের মুহুরীপুরে নবনির্মিত মৎস্যচাষ শিক্ষাকেন্দ্রের উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান৷ তিনি বলেন, সময়ের সঙ্গে সাম’স্য রেখে বৈ’ানিক পদ্ধতিতে প্রাণীপালন ও মৎস্যচাষ করতে হবে৷ তিনি বলেন, মৎস্যচাষ ও প্রাণীপালনে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির বিষয়ে বেকারদের সচেতন ও উৎসাহিত করতে হবে৷ এজন্য তিনি দপ্তরের কর্মী ও আধিকারিকদের আরও আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জনজাতি কল্যাণ ও সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, সঠিক ’ান ও শিক্ষা ছাড়া কোনও বিষয়ে সাফল্য লাভ করা সম্ভব নয়৷ তাই এই মৎস্য শিক্ষাকেন্দ্র থেকে ’ান নিয়ে মৎস্য ও প্রাণীপালনে বেকারদের এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷
২ কোটি ১৯ লক্ষ ৪৫ হাজার ৬৭৫ টাকা ব্যয়ে এই মৎস্যচাষ শিক্ষাকেন্দ্র নির্মাণ করা হয়৷ মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের প্রধান সচিব বি এস মিশ্র, মৎস্য দপ্তরের অধিকর্তা এম ইউ আহমেদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন৷ স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ ত্রিপুরা জেলার মৎস্য উপধিকর্তা সুুকেশ চন্দ্র মজমদার৷ দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ জোলাইবাড়ি প’ায়েত সমিতি চেয়ারম্যান রবি নম: অনুষ্ঠানে সভাপতিত্ব করেন৷ প্রাণীসম্পদ বিকাশ এবং মৎস্য দপ্তরের মন্ত্রী সুুধাংশু দাস শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রাবাস এবং বীরচন্দ্রমনুর শূকর প্রজনন খামারও পরিদর্শন করেন৷ তিনি মহকুমার কয়েকজন প্রাণীপালকের সঙ্গে মতবিনিময় করেন এবং ফার্ম পরিদর্শন করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *