শান্তিরবাজার (ত্রিপুরা), ১৭ মে (হি.স.) : বিচারক হেনস্তা মামলায় সিপিআইএমের তিন নেতার দুই বছরের সাজার নিম্ন আদালতের রায় বহাল রেখেছে দক্ষিণ ত্রিপুরা জেলা ও দায়রা আদালত।
২০১৫ সালে ভারত বনধের দিন বিলোনিয়া আদালত বন্ধ রাখার জন্য চাপ সৃষ্টি করেছিল তিন সিপিআইএমের নেতা। বিলোনিয়া আদালতে হামলার ঘটনার সাথে জড়িত তিন অভিযুক্ত বিভাগীয় সম্পাদক তাপস দত্ত, ত্রিলোকেশ সিনহা এবং বাবুল দেবনাথকে বিলোনিয়া সিজেএম আদালত দুই বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন। এই রায়ের বিরুদ্ধে সিপিআইএমের তিন নেতা দক্ষিণ জেলা ও দায়রা আদালতে আপিল করেছিলেন।
উল্লেখ্য, ওই দিনে আদালতে তৎকালীন জেলা ও দায়রা বিচারক রুহিদাস পালকে বিশ্রী ভাষায় গালিগালাজ করেছিলেন তিন সিপিআইএমের নেতা । পাশাপাশি তাঁর উপরও চাপ সৃষ্টি করেছিলেন আদালত বন্ধ রাখার জন্য।পরবর্তী সময়ে খবর পেয়ে সেখানে ছুটে গিয়েছিলেন তৎকালীন বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক এবং থানার ওসি। সে সময় পুলিশের পক্ষ থেকে স্বতঃ প্রণোদিত মামলা গ্রহণ করেছিল অভিযুক্ত বিভাগীয় সম্পাদক তাপস দত্ত, ত্রিলোকেশ সিনহা এবং বাবুল দেবনাথের বিরুদ্ধে। সে ক্ষেত্রে বিলোনিয়া জেএম ফাস্ট ক্লাস আদালতে মামলা চলেছিল তিন অভিযুক্তদের নামে ২২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। এই মামলায় আইও ছিলেন এসআই শঙ্কর সাহা।
পুলিশ ৪৪৭/৩৫৩/৩৩২/৩৪ আইপিসি ধারায় চার্জসিট দাখিল করেছিল আদালতে। দীর্ঘ শুনানির পর আদালত ৪৪৭/৩৪ আই পিসি ধারায় দুই মাসের জেল এবং পাঁচশ টাকা জরিমানা করেছিল। অনাদায়ে আরো দশ দিন কারাবাসের সাজা দিয়েছিল। ৩৫৩/৩৪ আইপিসি ধারায় দুই বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে। পরবর্তী সময়ে তিন অভিযুক্ত আলাদা আলাদা ভাবে জেলা আদালতে জামিনের জন্য আপিল করেন। আদালত তিনটি আপিলকে একসাথে করে আজ পুনরায় রায় ঘোষণা করেন। এতে নিম্ন আদালতের রায়কেই বহাল রাখেন জেলা ও দায়রা আদালতের বিচারক আশুতোষ পান্ডে।

