রাজ্য স্কুল জিমন্যাস্টিক্স সম্পন্ন শ্রীপর্ণা, সঞ্চিতা, গৌরব বৃথিকা সেরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ মে।। রাজ্য স্তরীয় জিমন্যাস্টিক্স স্কুল স্পোর্টস প্রতিযোগিতা বেশ উৎসাহ ও উদ্দীপনায় আজ শেষ হয়েছে। এনএসআরসিসি-র জিমন্যাস্টিক্স ইনডোর হলে পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে দুদিন ব্যাপী এই প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রথম দিনের মতো আজ শেষ দিনেও অনেকগুলো ইভেন্টের প্রতিযোগিতা হয়েছে। অনূর্ধ্ব১৪ বালিকা বিভাগে ফ্লোর এক্সারসাইজে শ্রীপর্ণা দেবনাথ, আক্সা দেব ও আরাধ্যা দেব; ব্যালেন্স ভীমে শ্রীপর্ণা দেবনাথ, শ্রেয়াংশী রায় ও দোয়েল আচার্য। আন ইভেন বার-এ শ্রীপর্ণা দেবনাথ, তৃষা বর্মন ও মৌনালি কর; ভোল্টিং টেবিলে শ্রীপর্ণা দেবনাথ, মৌনালি কর ও দোয়েল আচার্য যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে। অল অ্যারাউন্ড ব্যক্তিগত চ্যাম্পিয়নশিপে শ্রীপর্ণা দেবনাথ প্রথম, দোয়েল আচার্য দ্বিতীয় এবং মৌনালী কর তৃতীয় স্থান পেয়েছে। অনূর্ধ্ব ১৪ বালক বিভাগে সূর্য সরকার, সাগর সরকার ও সত্যজিৎ দেব যথাক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে। অনূর্ধ্ব ১৭ ও অনূর্ধ্ব ১৯ বালক বালিকা উভয় বিভাগের প্রতিযোগিতা সোমবার শেষ হয়েছে। প্রতিযোগিতা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।