BRAKING NEWS

আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে রাজ্যের যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ঃ ক্রীড়ামন্ত্রী


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ যুব সমাজ হলো দেশ ও রাজ্যের ভবিষ্যত৷ আত্মনির্ভর ত্রিপুরা, সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তুলতে রাজ্যের যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ আজ কৈলাসহরের শ্রীরামপুর এসএমএইচএস সুকল প্রাঙ্গণে আয়োজিত ঊনকোটি জেলাভিত্তিক যুব উৎসবের উদ্বোধন করে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় একথা বলেন৷ তিনি বলেন, বিভিন্ন জেলার শহর ও গ্রামের ছেলেমেয়েরা যেন বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের প্রতিভা রাজ্যে ও জাতীয়স্তরে তুলে ধরতে পারে সেই লক্ষ্য নিয়েই যুব উৎসবের আয়োজন করা হয়৷ তিনি আশা প্রকাশ করেন ঊনকোটি জেলার যুবক যুবতীরাও বিভিন্ন প্রতিযোগিতায় তাদের প্রতিভার প্রকাশ ঘটাতে পারবে৷
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জিলা পরিষদের সহকারি সভাধিপতি শ্যামল দাস ও ত্রিপুরা নেহেরু যুব কেন্দ্রের রাজ্য অধিকর্তা জবা চক্রবর্তী৷ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, চণ্ডীপুর প’ায়েত সমিতির চেয়ারম্যান লাকি পাল দাস, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, জেলা ক্রীড়া আধিকারিক অর্জন দেবনাথ প্রমুখ৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নেহেরু যুব কেন্দ্রের জেলা যুব আধিকারিক কুনাল গৌতম৷ সভাপতিত্ব করেন শ্রীরামপুর প’ায়েতের প্রধান নয়ন পাল৷ উদ্বোধনী অনুষ্ঠানে ৬টি স্বসহায়ক দলকে ৪০ লক্ষ টাকা ঋণের ম’রীপত্র তুলে দেওয়া হয়৷ যুব উৎসবে ১৫ থেকে ২৯ বছর বয়স পর্যন্ত যুবক যুবতীরা বসেআঁকো প্রতিযোগিতা, কবিতা লিখন প্রতিযোগিতা, বক্ত’তা প্রতিযোগিতা, লোকনৃত্য প্রতিযোগিতা, মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন৷ অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়৷ উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নির্ঘোষ নিক্কন সংস্থার শিল্পীরা৷ বিভিন্ন দপ্তরের ৬টি প্রদর্শনী মণ্ডপও খোলা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *