আজ থাইল্যান্ডে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

ব্যাংকক, ১৪ মে (হি.স.) : আজ রবিবার সকালে ভোটগ্রহণ শুরু হয়েছে থাইল্যান্ডের সাধারণ নির্বাচন। থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি।

ভারতীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হবে। প্রায় ৫.২ লক্ষ ভোটার আগামী চার বছরের জন্য নতুন ৫০০ আসনের প্রতিনিধি পরিষদের সদস্যদের বেছে নেবেন। সংসদের নিম্নকক্ষে মোট আসন রয়েছে ৫০০টি। এর মধ্যে ৪০০টি নির্বাচনী আসন এবং বাকি ১০০টি আসন প্রতিটি দলের মোট ভোটের অনুপাতে বন্টন করা হয়। ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের পর এটি দ্বিতীয় নির্বাচন। ২০১৪ সালে সেনাবাহিনী নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে।
থাইল্যান্ডের দুটি প্রধান দল ফেউ থাই এবং প্রগ্রেসিভ মুভ ফরোয়ার্ড সাধারণ নির্বাচনে এগিয়ে রয়েছে। দুজনই সেনাবাহিনীকে রাজনীতি থেকে সরাতে প্রচার চালিয়েছে।