নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ রবিবার সি আই টি ইউ রাজ্য দপ্তরে এক সভা আয়োজন করা হয়৷ উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক তপন সেন, রাজ্য সভাপতি মানিক দে, সাধারণ সম্পাদক সংকর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্ব৷ সর্বভারতীয় নেতৃত্ব তপন সেন বক্তব্য রেখে বলেন, সি আই টি ইউ র গত সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতিকে পর্যালোচনা করা হয়েছে৷ এর মধ্যে উল্লেখযোগ্য হলো দেশে যত সংকটের পরিস্থিতি কঠিন হচ্ছে এবং বের হওয়ার রাস্তা যত বন্ধ হচ্ছে তত শাসক শ্রেণী মরিয়া হয়ে উঠছে৷ আর এটাই স্বৈরাচারী ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছে৷ তাই এই অবস্থাকে মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে বলে জানান সর্বভারতীয় নেতৃত্ব৷
2023-05-14