BRAKING NEWS

কাল থেকে রাজ্যের ন্যায্যমূল্যের দোকানে প্যাকেটজাত গুঁড়া মশলা


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ রাজ্য সরকার গণবন্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে৷ এই লক্ষ্যে আগামী ১৬ মে থেকে লংতরাই’র মরিচ, হলুদ, জিরা ও ধনিয়ার প্যাকেটজাত গুঁড়া মশলা রাজ্যের মোট ২০৫০টি সরকারি ন্যায্যমূল্যের দোকানের মাধ্যমে প্রতিঘরে ভর্তুকিমূল্যে পৌঁছে দেওয়া হবে৷ ১৬ মে সকাল ১১টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা৷
অনুষ্ঠানে রাজ্যের ৮ জেলার ৮ জন ভোক্তার হাতে মুখ্যমন্ত্রী প্যাকেটজাত গুঁড়া মশলা তুলে দেবেন৷ অনুষ্ঠানে আলোচনাচক্র ও মতবিনিময় সভাও অনুষ্ঠিত হবে৷ আজ গোর্খাবস্তীস্থিত খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের কনফারেন্সহলে দপ্তরের এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন খাদ্য, জনসংভরন ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুুশান্ত চৌধুরী৷
উপস্থিত ছিলেন খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার, অধিকর্তা নির্মল অধিকারী, অতিরিক্ত অধিকর্তা অনিমেষ দেববর্মা, তথ্য ও সংস্ক’তি দপ্তরের অধিকর্তা বিমিসার ভ-াচার্য, লংতরাই গুঁড়া মশলা প্রতিষ্ঠানের কর্ণধার রতন দেবনাথ, ত্রিপুরা সরকারি ন্যায্যমূল্য দোকান পরিচালন সমিতির সভাপতি উত্তম কুমার ঘোষ, দপ্তরের পদস্থ আধিকারিকগণ ও ডিলারগণ৷
প্রস্তুতি সভার পর খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক মন্ত্রী সুুশান্ত চৌধুরী সাংবাদিকদের জানান, রাজ্য সরকার গণবন্টন ব্যবস্থার মাধ্যমে রাজ্যের প্রত্যেক ভোক্তার ঘরে নতুন নতুন জিনিস পৌঁছে দেবার উদ্যোগ গ্রহণ করেছে৷ গণবন্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকার নায্যমূল্যের দোকানের মাধ্যমে ভর্তুকীমূল্যে প্যাকেটজাত গুঁড়া মশলা ভোক্তাদের দেওয়া হবে৷
সরকারের লক্ষ্য আরও বেশী নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী ভর্তুকীমূল্যে রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেওয়া৷ লংতরাই গুঁড়া মশলা প্রতিষ্ঠানের মরিচ, হলুদ, জিরা ও ধনিয়ার প্যাকেটজাত গুঁড়া মশলা ন্যায্যমূল্যের দোকানের মাধ্যমে দেওয়া হবে৷ টেণ্ডারের মাধ্যমে এই সংস্থাকে বরাত দেওয়া হয়েছে৷ খাদ্যমন্ত্রী জানান, রাজ্যে ৯ লক্ষের উপর রেশন কার্ড হোল্ডার রয়েছেন৷ এই ৪টি গুঁড়া মশলা ভর্তুকীমূল্যে রাজ্যের মোট ২০৫০টি ন্যায্যমূল্যের দোকানের মাধ্যমে ভোক্তাদের ঘরে পৌঁছে দেওয়া হবে৷ আগামীদিন সরিষার তৈল থেকে শুরু করে অন্যান্য নতুন নতুন জিনিস যাতে মানুষকে বেশী দাম দিয়ে কিনতে না হয় তার প্রচেষ্টা নেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *