ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ মে।। সর্বভারতীয় বডি বিল্ডারস ফেডারেশনের স্বীকৃতি পেয়েছে ত্রিপুরার সংস্থা। আজ, শুক্রবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সর্বভারতীয় ফেডারেশনের পক্ষ থেকে রাজ্য সংস্থার অনুমোদনের কথা জানানো হয়। পাশাপাশি আরও ঘোষণা করা হয়, আগামী নভেম্বর মাসে রাজ্য আসর এবং জাতীয় আসর আয়োজনের উদ্যোগ নেয়া হবে। উল্লেখ্য, ত্রিপুরা বডিবিল্ডারস এন্ড ফিটনেস এসোসিয়েশনের আমন্ত্রণে প্রথমবার রাজ্যে এসেছেন ওয়ার্ল্ড বডিবিল্ডিং এন্ড ফিজিক্স স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক চেতন মনোহর পাথরে। সঙ্গে এসেছেন ইন্ডিয়ান বডি বিল্ডার্স ফেডারেশনের সাধারণ সম্পাদিকা শ্রীমতি হীরল শেঠ। আজ বিকেলে আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এক প্রেস প্রিভিউ অনুষ্ঠানে ফেডারেশনের পক্ষ থেকে ত্রিপুরা বডি বিল্ডারস এন্ড ফিটনেস এসোসিয়েশনের অনুমোদনের কথা সর্বসম্মুখে ঘোষণা করা হয়। পাশাপাশি রাজ্য কমিটির পূর্ণাঙ্গ গঠনও সাংবাদিকদের জানানো হয়। রাজ্য কমিটিতে সভাপতি তনয় দাস, সহ-সভাপতি মাথুর নন্দী, নন্দন দে, যীশু দেব; সাধারণ সম্পাদক শায়ংকি সাহা, যুগ্ম সম্পাদক তাপস ভৌমিক, দুলাল দাস, রাজেশ শর্মা, শান্তনু সাহা ও ভাস্কর চক্রবর্তী। কোষাধ্যক্ষ গোবিন্দ সাহা, সদস্য প্রানজিৎ পাল, বিক্রম দেবনাথ, সৌরপ্রতিম শর্মা ও বিশ্বজিৎ বনিক। উল্লেখ্য, স্বীকৃতি ঘোষণার এই আনন্দঘন অনুষ্ঠানে ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস এসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিকতায় অবদানের জন্য রাজ্যের প্রায় ৪০ জন ক্রীড়া সাংবাদিককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সাংবাদিক সম্মেলনে সর্বভারতীয় ফেডারেশনের প্রতিনিধিবর্গ এবং রাজ্য সংস্থার পূর্ণাঙ্গ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
2023-05-12

