BRAKING NEWS

নেশামুক্ত ভারত অভিযানে সমাজিক সংস্থাগুলিকে এগিয়ে আসতে হবে : সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷  সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে নেশামুক্ত ভারত অভিযান উপলক্ষে আজ আগরতলায় ম্যারাথন র্যালি অনুষ্ঠিত হয়৷ সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিংকু রায় এই ম্যারাথন র্যালির সূচনা করেন৷ এই ম্যারাথন র্যালি উপলক্ষে নেশামুক্ত ভারত অভিযান কর্মসূচির সাথে ’ত্রিপুরা বেটি বাঁচাও বেটি পড়াও’ ও ’মিশন বাৎসল্য’ প্রকল্পকেও যুক্ত করা হয়েছিল৷ র্যালির সূচনা করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিংকু রায় বলেন, নেশামুক্ত ভারত অভিযানে ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা ও সমাজিক সংস্থাগুলিকে এগিয়ে আসতে হবে৷ নেশামুক্ত ভারত অভিযানকে সফল করে তুলতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে৷ এই অভিযানে ত্রিপুরাকেও নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তুলতে সকলকে একসাথে কাজ করতে হবে৷
অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী বলেন, শিশু ও কন্যা সন্তান সম্পর্কে সচেতনতা গড়ে তুলতেই এই ম্যারাথন র্যালির আয়োজন করা হয়েছে৷ রাজ্য সরকার কন্যা সন্তানদের বিকাশে ত্রিপুরা বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি নিয়েছে৷ ’বেটি বাঁচাও বেটি পড়াও’ কর্মসূচিটি আমাদের দেশে চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৫ সালে৷ এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য হলো শিশু কন্যাদের ভবিষ্যৎ সুুরক্ষিত রাখা৷ উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজমদার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন ও সিনিয়র স্টেট কো-অর্ডিনেটর শিবাঙ্গি গর্গ৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের জেলা প্রোগ্রাম আধিকারিক ড. চন্দ্রানী বিশ্বাস৷ ম্যারাথন র্যালিটি উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ ট্যাবলো সহ এই সুুসজ্জিত ম্যারাথন র্যালিতে বিভিন্ন মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী, সিডিপিও, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সুুপারভাইজারগণ, অঙ্গনওয়াড়ি কর্মী, এনসিসি ক্যাডেট, এনএসএস স্বেচ্ছাসেবকগণ অংশ নেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *