ইসলামাবাদ, ১০ মে (হি. স.) : ইমরানের গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার থেকেই বিক্ষোভে উত্তাল পাকিস্তান। এবার দেশের গণ্ডি ছাড়িয়ে এর আঁচ পড়ল লন্ডনেও। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বুধবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে পথে নেমেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতাকর্মীরা। লন্ডনে পাকিস্তানের আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাড়ি ঘেরাও করেছেন ইমরানের সমর্থকরা।
কানাডা, আমেরিকাতেও ‘ক্যাপ্টেন’কে গ্রেফতারির প্রতিবাদ জানানো হচ্ছে। কানাডাতে একটি বিরাট জমায়েত থেকে ইমরানকে মুক্তি দেওয়ার দাবি উঠেছে। এদিকে, আমেরিকা পরিস্থিতির ওপর নজর রাখছে। পাকিস্তানে নিযুক্ত মার্কিন কূটনীতিকদের নিরাপত্তার দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। ইংল্যান্ড ও কানাডাও নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করেছে।