কলকাতা,৯ মে (হি.স.): রামায়ণ এবার পর্দায় । রামায়ণের মূল দুই চরিত্র সীতা ও লক্ষ্মণকে সঙ্গে নিয়ে আবির্ভাব ঘটতে চলেছে রামের । সোমবার প্রকাশ্যে ‘আদিপুরুষ’-এর ট্রেলার ।
পরিচালক ওম রাউতের বিগ বাজেটের ছবি ঘিরে প্রথম থেকেই সিনেপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে । একে একে সামনে এসেছে রাম, সীতা, রাবণের পোস্টার। রামের ভূমিকায় প্রভাস এবং রাবণ রূপী সইফ আলি খান । তুমুল সমালোচনার মুখে পড়েন। সীতার চরিত্রে হিন্দুত্ববাদীদের রোষানলে পড়তে হয় কৃতী স্যাননকেও । এমনকী, ছবি নিষিদ্ধ করার ডাকও তুলেছিল রামমন্দিরের প্রধান পুরোহিত । তবে হাজার সমালোচনা উপেক্ষা করেই মুক্তি পেল ‘আদিপুরুষে’র ট্রেলার । এখানে মূলত যোদ্ধা হিসেবে তুলে ধরা হয়েছে রামকে । তবে শ্রীরামের যে ছবি হিন্দু তথা ভারতীয়দের মননে রয়েছে, তার থেকে সহস্রগুণ দূরে থেকে গিয়েছেন প্রভাস ।