নয়াদিল্লি, ৯ মে (হি.স.): জন্মজয়ন্তীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইটবার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, সমৃদ্ধশালী ও প্রগতিশীল ভারতের জন্য কবিগুরুর স্বপ্নপূরণে সবাই প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবার, ২৫ শে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২-তম জন্মবার্ষিকীতে তাঁরই লেখা গান, কবিতা, নাটকের মধ্যে দিয়ে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবীন্দ্রজয়ন্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি লেখেন, শিল্প থেকে সংগীত এবং শিক্ষা থেকে সাহিত্য বিভিন্ন ক্ষেত্রে তিনি একটি অমোঘ ছাপ রেখে গেছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, সমৃদ্ধশালী, প্রগতিশীল ভারতের জন্য কবিগুরুর স্বপ্নপূরণে সবাই প্রতিশ্রুতিবদ্ধ।