BRAKING NEWS

রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত বিশ্ব রেডক্রস দিবস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷  সারা বিশ্বের সাথে সোমবার ৮ মে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় বিশ্ব রেডক্রস দিবস পালন করা হয়৷ ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ত্রিপুরা রাজ্য শাখার পক্ষ থেকে এদিন রেড সোসাইটি হল ঘরে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়৷ সোমবার রেড ক্রস সোসাইটি রাজ্য কার্যালয়ে
বিশ্ব রেডক্রস দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে ত্রিপুরার রাজ্য রেড ক্রস সোসাইটি৷ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, বিধায়ক কিশোর বর্মন ,কপর্োরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা৷ এদিন রেড ক্রস দিবসের তাৎপর্য বিশ্লেষণ করে বিস্তারিত বক্তব্য রাখেন অনুষ্ঠানের উপস্থিত অতিথিবৃন্দ৷ উল্লেখ্য, ১৮২৮ সালের ৮ মে জন্ম হয় আন্তর্জাতিক রেডক্রস  সোসাইটির৷ এর প্রতিষ্ঠাতা হেনরি ডুরান্টের৷ তিনিই প্রথম নোবেল পুরস্কার পান৷ তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েই ৮ মে দিনটি বিশ্ব রেডক্রস দিবস হিসেবে পালন করা হয়৷ প্রাকৃতিক বিপর্যয় ,ভূমিকম্প , বন্যা সহ বিশ্বজুড়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে মানুষকে সাহায্য করা, চিকিৎসার ব্যবস্থা, শিশু ও মহিলাদের সবরকমভাবে সাহায্য করা, সঙ্কটের সময় পানীয় জল, খাবার পৌঁছে দেওয়া সহ নানা কাজ করেন রেডক্রসের সদস্যরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *