রাজৌরিতে এনকাউন্টারে নিকেশ এক জঙ্গি, অপর সন্ত্রাসী সম্ভবত আহত : সেনাবাহিনী

রাজৌরি, ৬ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে ২৪ ঘন্টারও বেশি সময়ের এনকাউন্টারে খতম হয়েছে এক সন্ত্রাসবাদী। এছাড়াও একজন জঙ্গি সম্ভবত আহত হয়েছে। শনিবার সেনাবাহিনীর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, সিআরপিএফ ও অন্যান্য সুরক্ষা বাহিনীর সঙ্গে অভিযান চালাচ্ছে ৯ প্যারা স্পেশাল ফোর্সও।

সেনাবাহিনী জানিয়েছে, শনিবার সকাল থেকে রাজৌরির কান্দি অরণ্যে অভিযান চালায় সুরক্ষা বাহিনী। চারিদিক থেকে ঘিরে ফেলা হয় ওই এলাকা। পরে এনকাউন্টারে এক সন্ত্রাসবাদী নিরস্ত্র হয়েছে। নিহত জঙ্গির নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।
অন্যদিকে, শনিবারই জম্মুতে পৌঁছেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার নিহত ৫ জওয়ানকে তিনি শ্রদ্ধা জানাবেন। সুরক্ষা বাহিনীর কর্তাদের সঙ্গে কথা বলতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *