মুদবিদ্রি (দক্ষিণ কন্নড়), ৩ মে (হি.স.): উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে কর্ণাটককে এক নম্বর রাজ্যে পরিণত করতে চায় বিজেপি। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতা নরেন্দ্র মোদী। বুধবার কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার মুদবিদ্রিতে একটি নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, “উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে কর্ণাটককে এক নম্বর রাজ্যে পরিণত করতে চায় বিজেপি, অথচ কংগ্রেস দিল্লিতে নিজেদের ‘শাহী পরিবার’-কে পরিষেবা দেওয়ার জন্য কর্ণাটককে এক নম্বর এটিএম করতে চায়৷”
মোদী বলেছেন, “যারা জীবনে প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, তাঁরাই কর্ণাটকের ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছেন। যারা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, আপনারা যদি নিজের জীবন গড়তে চান, মনের মতো কাজ করতে চান, তাহলে কংগ্রেসের পক্ষে তা সম্ভব হবে না। কর্ণাটকে অস্থিরতা থাকলে আপনার ভাগ্যও অস্থির থাকবে। কংগ্রেস কর্ণাটকের শান্তির শত্রু… কংগ্রেস উন্নয়নের শত্রু। কংগ্রেস সন্ত্রাসের প্রভুদের বাঁচায়… তুষ্টিকরণ বাড়ায়।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “সমাজে শান্তি থাকলে কংগ্রেস শান্তিতে বসে থাকতে পারে না। দেশে যদি অগ্রগতি ও উন্নয়ন ঘটতে থাকে, কংগ্রেস তা সহ্য করতে পারে না। কংগ্রেসের পুরো রাজনীতিই ‘ডিভাইড এন্ড রুল’ নীতির উপর ভিত্তি করে। কংগ্রেসের এই বিপজ্জনক মুখের সাক্ষী খোদ কর্ণাটক!” মোদী বলেছেন, “দেশের যেখানেই মানুষ শান্তি ও অগ্রগতি চায়, সেখানেই তাঁরা প্রথমে কংগ্রেসকে নিজেদের রাজ্য থেকে উৎখাত করে। সমাজে শান্তি থাকলে কংগ্রেস চুপ করে বসে থাকতে পারে না, দেশের উন্নতি হলে কংগ্রেস সহ্য করতে পারে না। গোটা দেশ আমাদের সৈন্যদের সম্মান করে, অথচ কংগ্রেস আমাদের সেনাবাহিনীকে অপমান করে, আমাদের সৈন্যদের অপমান করে। এখন সারা বিশ্ব ভারতের গণতন্ত্র ও উন্নয়নকে সম্মান জানাচ্ছে, কিন্তু উল্টো গিয়ার কংগ্রেস সারা বিশ্বে ঘোরাফেরা করে দেশের সম্মানহানি করছে।”