ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল।। প্রস্তুতিপর্ব চূড়ান্ত। ২রা মে থেকে শুরু হচ্ছে সন্তোষ মেমোরিয়াল এ-ডিভিশন লীগ ক্রিকেট টুর্নামেন্ট। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। ৮ দলীয় লীগ ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে তিন মাঠে তিনটি ম্যাচ। প্রতিদিন সকাল আটটা থেকে খেলা শুরু হবে। এবারকার আসরে অংশগ্রহণকারী আটটি দল হলো: বনমালীপুর ক্রিকেট ক্লাব (বিসিসি), ব্লাড মাউথ ক্লাব, চলমান সংঘ, হার্ভে ক্লাব, মৌচাক ক্লাব, ওল্ড প্লে সেন্টার (ওপিসি), পোস্টার ক্লাব ও ইউনাইটেড বিএসটি। ৫০ ওভারের ডে ম্যাচ। ২রা মে উদ্বোধনী দিনে এমবিবি স্টেডিয়ামে পোলস্টার ক্লাব খেলবে মৌচাক ক্লাবের বিরুদ্ধে। নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে ইউনাইটেড বিএসটি খেলবে বনমালীপুর ক্রিকেট ক্লাবের (বিসিসি) বিরুদ্ধে। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে হার্ভে ক্লাব খেলবে চলমান সংঘের বিরুদ্ধে। তিন মে বিরতির পর ৪ঠা মে একইভাবে তিন মাঠে তিনটি ম্যাচ রাখা হয়েছে। এমবিবি স্টেডিয়ামে হার্ভে খেলবে ইউনাইটেড বিএসটি-র বিরুদ্ধে। পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে ব্লাডমাউথ খেলবে মৌচাক ক্লাবের বিরুদ্ধে। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে ওল্ড প্লে সেন্টার (ওপিসি) খেলবে বনমালীপুর ক্রিকেট ক্লাবের (বিসিসি) বিরুদ্ধে। প্রতিটি দলের খেলোয়াড়রা নিজস্ব প্রস্তুতি সেরে নিয়েছে। আগামীকালও শেষ সময়ের কিছুটা টিপস নেবে কোচদের থেকে। প্রতিটি দলেরই স্বপ্ন রয়েছে এ-ডিভিশন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আগামী বছর সুপার ডিভিশনে উন্নীত হওয়া।
2023-04-30

