রাজ্য মহিলা ক্রিকেটে সদর-এ চ্যাম্পিয়ন নিকিতা সেরা, রানার্স শান্তিরবাজার

শান্তিরবাজার:-‌ ১০৪/‌৫(২০)

সদর-এ:- ১০৫/‌১(১৩.১)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল।।প্রত্যাশিতভাবেই রাজ্য সেরা হলো অন্নপূর্ণা দাসের সদর-এ। ফাইনালে অনেকটা সহজ জয় ছিনিয়ে সদর-এ রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে। সিনিয়র মহিলাদের টি-‌২০ ক্রিকেটে। রবিবার এম বি বি স্টেডিযামে সদর-এ ৯ উইকেটে পরাজিত করে শান্তিরবাজার মহকুমাকে। শান্তিরবাজারের গড়া ১০৪ রানের জবাবে সদর-এ ৪১ বল বাকি থাকতে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের নিকিতা দেবনাথ অর্ধশতরান করেন। গ্রুপ লিগ এবং সেমিফাইনালে অপ্রতিরোধ্য থাকলেও ফাইনালের শুরুতেই নড়বড়ে হয়ে যায় শান্তিরবাজারের ইনিংস। বিশেষ করে দলের নির্ভরযোগ্য ওপেনার অনণ্যা দেবনাথ শুরুতেই চোট পেয়ে মাঠে ছাড়তেই চাপে পড়ে যায় দক্ষিণ জেলার ওই মহকুমা দল। আর ওই চাপ থেকে শেষপর্যন্ত আর বের হতে পারেনি। এখানেই পিছিয়ে পড়ে যায় শান্তিরবাজার। সকালে টসে জয়লাভ করে সদর-এ দলের অধিনায়িকা অন্নপূর্ণা দাস প্রথমে শান্তিরবাজারকে ব্যাট করার আমন্ত্রণ জানান। শান্তিরবাজার নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৪ রান করতে সক্ষম হয়। দলনায়িকা সুপ্রিযা দাস এবং প্রীয়াঙ্কা নোয়াতিয়া যদি প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে দলীয় স্কোর সম্ভবত ৭০ রানের গন্ডিও পার হতো না। প্রিয়াঙ্কা ৩৭ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪২ এবং সুপ্রিয়া ৪৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করেন। এছাড়া দলের কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। সদর এ-র পক্ষে মামন রবিদাস (‌২/‌৭), প্রিয়াঙ্কা আচার্য (‌১/‌১৫) এবং নিকিতা দেবনাথ (‌১/‌১৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে দলীয় ২৮ রানে মৌচৈতি দেবনাথকে (‌১০) হারানোর পর সদর এ-র হয়ে রুখে দাঁড়ান‌‌‌‌ নিকিতা দেবনাথ এবং ঋজু সাহা। ওই জুটি ঠান্ডা মাথায় ব্যাট করে দলকে এগিয়ে নিয়ে যান। এবং শেষ পর্যন্ত প্রত্যাশিত জয়ও এনে দেন। সদর-এ ১৩.‌১ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে নিকিতা দেবনাথ ৪৮ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৭ রানে এবং ঋজু ২৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রানে অপরাজিত থেকে যান। ফাইনালের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের নিকিতা দেবনাথ।  ‌