করিমগঞ্জের আনিপুরে যুব নদওয়ার মহাসম্মেলন রবিবার

করিমগঞ্জ (অসম), ২৯ এপ্রিল (হি.স.) : আগামীকাল রবিবার করিমগঞ্জ জেলার আনিপুরে অনুষ্ঠেয় যুব নদওয়ার চার আঞ্চলিকের যৌথ মহা সম্মেলনে আসছেন উত্তরপূর্ব ভারতের আমিরে শরিয়ত। আনিপুর নতুন বাজার কমপ্লেক্সে অনুষ্ঠেয় মহা সম্মেলনে থাকবেন নদওয়ার মহাসচিব সহ একঝাঁক নদওয়া-তারকা।

এদিন সকাল ১০ থেকে বিকাল ৫-টা পর্যন্ত রাতাবাড়ি আঞ্চলিক চতুষ্টয়, রাতাবাড়ি, পূর্ব রাতাবাড়ি, আনিপুর ও দক্ষিণ দুল্লভছড়া আঞ্চলিক চতুষ্টয়ের ব্যবস্থাপনায় আনিপুর নতুন বাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুব নদওয়ার সম্মেলন। সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা নদ‌ওয়ার সভাপতি মুফতি আব্দুল বাসিত সাহেব। প্রধান অতিথি হিসেবে থাকবেন উত্তরপূর্ব ভারতের আমিরে শরিয়ত ও আমিরে ন‌দ‌ওয়াতুত তামীর শ্বেয়খুল হাদিস হজরত মাওলানা ইউসুফ আলি সাহেব। সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন নদওয়া মহাসচিব মৌলানা আতাউর রহমান মাঝারভুইয়াঁ, মৌলানা আসহাব উদ্দিন সাহেব, মৌলানা উসামা মবরুর সাহেব, মৌলানা জয়নুল হক সহ একঝাঁক তরুণ ও প্রবীণ নদওয়ার পদাধিকারী ও কর্মীবৃন্দ।

নদওয়া বহুমুখী কর্ম তথা নদওয়ার যুবকদের মধ্যে দ্বীনি ও সামাজিক কাজের গতি বৃদ্ধি করতে বিষয় ভিত্তিক আলোচনা হবে মহা সম্মেলনে।

জোন ভিত্তিক এই যুব সম্মেলনকে সর্বাঙ্গসুন্দর ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা ও উপস্থিত কামনা করেছেন অভ্যর্থনা কমিটির পক্ষে মৌলানা খায়রুল হক, মৌলানা নাসির উদ্দিন, শিক্ষক রুহুল আমিন তালুকদার, হাফিজ জহুর উদ্দিন মৌলানা ইরশাদ আলি, মাওলানা আব্দুল হালিম প্রমুখ।