রাজৌরিতে নিয়ন্ত্রণরেখার কাছে ২০০ ফুট খাদে পড়ল গাড়ি, দুই সেনা জওয়ানের মৃত্যু

জম্মু, ২৯ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল একটি গাড়ি। শনিবার নিয়ন্ত্রণরেখার কাছেই গাড়িটি খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই সেনা জওয়ানের। নিহত জওয়ানরা হলেন-বিহারের বাসিন্দা হাবিলদার সুধীর কুমার ও রাজৌরির বাসিন্দা পরমবীর শর্মা। এই দুঃসংবাদ তাঁদের পরিবারকে জানানো হয়েছে।

পুলিশ ও সেনা সূত্রের খবর, শনিবার রাজৌরির ডুঙ্গানন নালার কাছে ২০০ ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি। গুরুতর ও সঙ্কটজনক অবস্থায় দুই জওয়ানকে উদ্ধার করে রাজৌরির সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু দু’জনকেই বাঁচানো সম্ভব হয়নি।