নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ কৈলাসহরের প্রায় দুইশো বছরের পুরোনো উত্তর কাচারঘাট-স্থিত পুরাতন কালিবাড়ির শিব মন্দির থেকে প্রণামী বাক্স ভেঙ্গে গতকাল গভীর রাতে টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল৷ আজ সকালে পুরোহিত পূজা করতে এলে উনার চোখে পড়ে৷ পুরোহিত শিব মন্দিরের প্রণামী বাক্স ভাঙ্গা দেখে এলাকাবাসীদের ডাক দেন এবং পরবর্তী সময়ে এলাকাবাসীরা উক্ত বিষয় নিয়ে কৈলাসহর থানায় জানালে কৈলাসহর থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করে৷ এক সাক্ষাৎকারে কৈলাশহর পুরপরিষদের অধীনে কাচরঘাট ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দাস বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে কৈলাশহর থানায় উক্ত বিষয় নিয়ে একটি ডেপুটেশন প্রদান করা হবে৷ তবে এইভাবে মন্দির থেকে টাকা চুরি করা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা কৈলাশহরে
2023-04-27