ইউক্রেনে হামলা চালাতে আর্মাটা ট্যাংক নামাতে চলেছে রাশিয়া

মস্কো, ২৭ এপ্রিল (হি. স.) : ইউক্রেনে হামলা চালাতে নতুন অস্ত্র নামাচ্ছে রাশিয়া। নতুন এই অস্ত্রটি হতে পারে টি-১৪ আর্মাটা ট্যাংক। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা দাবি করছে, ‘ইউক্রেনে সরাসরি হামলায় টি-১৪ আর্মাটা ট্যাংক এখনও কাজে লাগানো হয়নি।’ মনে করা হচ্ছে এবার তা ব্যবহার করা হবে ।

টি-১৪ ট্যাংক ভেতরে বসেই চালানো যায়। এজন্য এই সাঁজোয়া যানের ওপর কারো দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই। মসৃণ জায়গায় এই ট্যাংকের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার। ব্রিটিশ গোয়েন্দাদের দাবি, এ ধরনের একেক-একটি ট্যাংক তৈরিতে ১১ বছর সময় লেগেছে। এই ট্যাঙ্কের ‘প্রাইমারি গান’-এ ৪২ রাউন্ডের গোলা ভরা যায়। যার মধ্যে ৩২ রাউন্ড অটোলোডার।-