নয়াদিল্লি, ২৭ এপ্রিল(হি.স.) : জম্মু ও কাশ্মীরের পুঞ্চে সন্ত্রাসী হামলা নিয়ে নীরব মোদী সরকার। বৃহস্পতিবার দলের সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন কংগ্রেস মুখপাত্র পবন খেড়া। তিনি বলেন, গত ২০ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পুঞ্চে একটি সন্ত্রাসী হামলা হয়েছিল, যাতে ভারতীয় সেনাবাহিনীর পাঁচজন জওয়ান শহিদ হন।
কেন্দ্রীয় সরকার এই বিষয়ে নীরবতা পালন করছে। এর থেকে বোঝা যায় সেনাবাহিনী কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকারে নেই।খেড়া আরও বলেন, পুঞ্চ সন্ত্রাসী হামলায় ব্যবহৃত বুলেটগুলি স্টিলের তৈরি। এটি ন্যাটো দ্বারা ব্যবহৃত হয়েছিল। ২০২১ সালে আমেরিকা আফগানিস্তান ছেড়ে যাওয়ার পরে এই গুলি লস্কর-জইশের মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলিতে পৌঁছেছে। খেড়া বলেন, একটি প্রতিবেদনে বলা হয়েছে যে তালেবানরা রাজস্ব বাড়াতে অস্ত্র বিক্রি করছে। দেখা গেছে, সন্ত্রাসীরা আমাদের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহার করছে। এমন পরিস্থিতিতে আমাদের আফগানিস্তান নীতি নিয়ে গুরুত্ব সহকারে ভাবতে হবে।

