বেলগাভি, ২৬ এপ্রিল (হি.স.): জমে উঠেছে কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচার। কর্ণাটকের বেলগাভি জেলার ধারওয়াড়ে নির্বাচনী জনসভা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী ও বিজেপি নেতা রাজনাথ সিং। তিনি বলেছেন, দুর্নীতি এখন আক্রমণের সম্মুখীন, বড় নেতারাও জেলে যাচ্ছেন।
রাজনাথ সিং বলেছেন, দুর্নীতির ওপর এখন আক্রমণ চলছে, বড় নেতারা জেলে যাচ্ছেন…তারা (বিরোধীরা) দাবি করছে যে এই তদন্ত ইচ্ছাকৃত। এই সরকার সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে তদন্ত করবে, তারা যতই বিশিষ্ট হোক না কেন…”।
কংগ্রেসকে আক্রমণ শানিয়ে রাজনাথ বলেছেন, কংগ্রেস ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিয়ে ভারতীয় সংবিধান লঙ্ঘন করেছে। ১৯৭৫ সালে নিজেদের ইচ্ছেতে সংবিধান সংশোধন করে জরুরি অবস্থা জারি করে লাখ লাখ মানুষকে কারাগারে পাঠানো হয়। বিজেপি কখনও এমন পাপ করতে পারে না।

