লখনউ, ২৫ এপ্রিল (হি.স.): খুনের হুমকি পেলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। যোগীকে খুনের হুমকির প্রেক্ষিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
মেসেজের মাধ্যমে খুনের হুমকি পেয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ওই মেসেজে উল্লেখ করা হয়েছে, “খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী যোগীকে হত্যা করব।” খুনের হুমকি পাওয়ার পর সুশান্ত গলফ সিটি থানায় মামলা রুজু করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৫০৬, ৫০৭ ও আইটি আইনের ৬৬ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।

