যুবকদক্ষিণ দিনাজপুর, ২৪ এপ্রিল (হি. স.) : তামিলনাড়ুতে লেবার এজেন্টের সঙ্গে কাজ করতে গিয়ে নিখোঁজ দক্ষিণ দিনাজপুরের হিলির এক যুবক। সেই নিখোঁজ শ্রমিক উপেন সোরেনের কেসের তদন্তের বিষয়ে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলেন ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝা।
সোমবার বেলা দুটো নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলি ব্লকের ৫ নম্বর জামানপুর গ্রাম পঞ্চায়েতের চকমানিকো গ্রামে নিখোঁজ হওয়া উপেন সোরেনের স্ত্রী কণিকা হেমব্রম ও তার মা এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন ডিএসপি হেডকোয়ার্টার ।
মূলত কবে রওনা দিয়েছিলেন, কবে হারিয়ে গেলেন, শেষ কবে কথা হয়েছিল,কার সাথে গেছিলেন পুরো ঘটনার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করেন বলে সূত্রের খবর ।
এ বিষয়ে নিখোঁজ উপেন সোরেনের স্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন তার স্বামী কবে থেকে নিখোঁজ কার সাথে গিয়েছিল এবং সঙ্গে আর অন্য কোন গ্রাম থেকে কারা গিয়েছিলেন সবই তিনি বিস্তারিতভাবে পুলিশকে জানিয়েছেন।
এই ঘটনার পেছনে প্রকৃত কারণ জানতে ইতিমধ্যে হিলি থেকে সেখানকার প্রশাসন তামিলনাড়ুর প্রশাসনের সঙ্গে টেলিফোনে যোগাযোগ স্থাপন শুরু করেছে। কোন দুর্ঘটনা সেখানে ঘটেছে কিনা এবং যে শ্রমিকরা নিখোঁজ তারা জীবিত আছে কিনা সেই ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে।