দিল্লির টেগর গার্ডেনে সিলিন্ডার বিস্ফোরণের পর ভেঙে পড়ল তিন-তলা বাড়ি, আহত হয়েছেন ৮ জন

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): রাজধানী দিল্লির টেগর গার্ডেনে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের পর ভেঙে পড়ল একটি তিন-তলা বহুতল। ওই বাড়িতে ৮ জন সেই সময় ছিল, সকলেই আহত হয়েছেন। সোমবার সকালে দিল্লির জাওয়ালপুরি এলাকার কুনওয়ার সিং নগরে, নাংলোই রোডের একটি বাড়ি ভেঙে পড়ার খবর পায় দমকল। ঘরের মধ্যে থাকা এলপিজি সিলিন্ডারের বিস্ফোরণে বাড়িটি ভেঙে পড়ে।

দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে জানা গিয়েছে, সেই সময় বাড়িতে থাকা ৮ জন আহত হয়েছেন। এই ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই। আহতদের দমকল কর্মীদের সাহায্যে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও দমকল ঘটনার তদন্ত শুরু করেছে।