কোলার (কর্নাটক), ১৬ এপ্রিল(হি.স.) : আজ কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এখানে কংগ্রেসের পক্ষ থেকে জনসভায় ভাষণ দেবেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সম্প্রতি, প্রাক্তন সাংসদ রাহুল গান্ধীকে মোদী পদবি সম্পর্কিত মন্তব্যের বিরুদ্ধে মানহানির মামলায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে শেষ হয়ে গিয়েছে তাঁর লোকসভার সদস্যপদও। জেনে রাখুন যে তিনি ২০১৯ সালে কোলারেই একটি সভায় এই মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন – ‘সব চোরের একই পদবি মোদী কেন?’ গুজরাটের বিজেপি বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদীর এই মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল।
2023-04-16

