নয়াদিল্লি, ১৬ এপ্রিল(হি.স.) : সুদানে ক্ষমতার লড়াই নিয়ে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে হিংসার অচলাবস্থার মধ্যে শনিবার সুদানে কর্মরত এক ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। সুদানে ভারতীয় দূতাবাস এ তথ্য জানিয়েছে। বিদেশ মন্ত্রী ডাঃ এস জয়শঙ্কর ভারতীয় নাগরিককের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
সুদানে ভারতীয় দূতাবাস একটি বিবৃতিতে বলেছে, সুদানে ডিএএল গ্রুপের জন্য কাজ করা একজন ভারতীয় নাগরিক অ্যালবার্ট অগাস্টিন শুক্রবার গুলিবিদ্ধ হন এবং শনিবার তিনি মারা যান।
বিদেশ মন্ত্রী টুইট করেছেন, সুদানের রাজধানী খার্তুমে একজন ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর পেয়ে তিনি গভীরভাবে দুঃখিত। ভারতীয় দূতাবাস তার পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য সম্ভাব্য সব রকমের চেষ্টা করছে। খার্তুমের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। আমরা উন্নয়ন পর্যবেক্ষণ করছি।

