শান্তিরবাজার, ১৫ এপ্রিল (হি. স.) : নতুন বছরে যান দুর্ঘটনায় দুই জন গুরুতর আহত হয়েছেন। দক্ষিণ ত্রিপুরা জেলায় শান্তিরবাজার মহকুমায় হটাৎ বাজার সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনায় আহতদের বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে।
পুলিশ জানিয়েছে, আজ দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিট নাগাদ টিআর০৩কে৮৯৭৯ নম্বরের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিল। তাতে, উদয়পুর ২ নং ফুলকুমারীর বাসিন্দা সুমন দাস(২৫) ও সঞ্জয় দাস(২৩) গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করে শান্তিরবাজার হাসপাতালে নিয়ে গেছেন। সেখানে তাঁদের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছিল। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁদের অবস্থা আশঙ্কাজনক দেখে দুজনকেই জি বি হাসপাতালে স্থানান্তর করেছেন।
শান্তিরবাজার থানার এএসআই হরিলাল দাস জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বাইক উদ্ধার করে মনপাথর ফাঁড়িতে নেওয়া হয়েছে। আহতদের জি বি হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে।
2023-04-15

