টোকিও ও নয়াদিল্লি, ১৫ এপ্রিল (হি.স.): এবার প্রাণঘাতী হামলার শিকার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। জাপানের ওয়াকায়ামায় একটি সভায় বক্তৃতা করার সময় শনিবার মঞ্চের অদূরে বিস্ফোরণ ঘটে। তবে প্রধানমন্ত্রী অক্ষত রয়েছেন বলে জানা গিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, ঘটনাস্থলে বিস্ফোরণের মতো শব্দ শোনা গিয়েছে।
শনিবার ওয়াকায়ামা শহরে বক্তৃতার সময় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কাছে একটি পাইপের মতো বস্তু নিক্ষেপ করা হয়েছিল। ঘটনাস্থলে বিস্ফোরণের মতো শব্দও শোনা গিয়েছে। প্রধানমন্ত্রী কিশিদাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। লোহার পাইপের টুকরোর মতো একটি বস্তুর ভিতরে বিস্ফোরক রাখা ছিল। ঘটনার পরেই দ্রুত কিশিদাকে সরিয়ে নিয়ে যান তাঁর নিরাপত্তারক্ষীরা। আটক করা হয় এক সন্দেহভাজন ব্যক্তিকে।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সুস্থ হয়েছেন, তা জেনে স্বস্তি প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী টুইটারে নিজের মনের কথা সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি জানান, “জাপানের ওয়াকায়ামাতে একটি পাবলিক ইভেন্টে হিংসাত্মক ঘটনার কথা জানলাম, যেখানে আমার বন্ধু প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা উপস্থিত ছিলেন। তিনি নিরাপদ আছেন তাই স্বস্তি পেলাম। তাঁর নিরন্তর মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। ভারত সব ধরনের হিংসার নিন্দা করে।”