লক্ষণের হাত ধরে মৌচাককে হারিয়ে মূলপর্বের আশা জিইয়ে চলমানের

চলমান সঙ্ঘ-‌১৯০/‌৬

মৌচাক-‌১৩০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল।।দলনায়ক লক্ষ্মণ পালের অলরাউন্ড পারফরম্যান্স। আর তাতেই জয় পেলো চলমান সঙ্ঘ। ৬০ রানে পরাজিত করলো মৌচাক ক্লাবকে। রাজ্য ক্রিকেট সংস্থা আযোজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট হাতে ৭৯ রান করার পর বল হাতে ২ উইকেট তুলে নিয়ে চলমান সঙ্ঘকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেন লক্ষ্মণ। এই জয়ের সুবাদে চলমান সংঘ মূল পর্বে খেলার আশা দিয়ে রেখেছে। এদিন দুপুরে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে চলমান সঙ্ঘ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বিশাল ১৯০ রান করে। দলের পক্ষে লক্ষ্মণ পাল ৪৮ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৯,তন্ময় ঘোষ ১৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭, নবজ্যোতি দেবনাথ ২৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৪ এবং জয়দেব দেব ৫ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। মৌচাকের পক্ষে সৌরদীপ দেববর্মা (‌২/‌৪৭) সফল বোলার।জবাবে খেলতে নেমে চলামনের বোলারদের আটোসাটো বোলিংয়ে ১৩০ রানে গুটিয়ে যায় মৌচাক ক্লাব। দলের পক্ষে ধনবীর সিং ১৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ‌২৯,দেবাংশু দত্ত ২১ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৮,অভিরাজ বিশ্বাস ১৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং প্রীতম দাস ১০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। চলমান সঙ্ঘের পক্ষে অর্কজিৎ পাল (‌২/‌৬), কৃষ্ণধন নম:‌ (‌২/‌১৮), দেবোত্তম ঘোষ (‌২/‌২২) এবং দলনায়ক লক্ষ্মণ পাল (‌২/‌৪২)‌‌‌‌ সফল বোলার। ‌