পানিসাগরে অনুষ্ঠিত নিপুন ভারত প্রকল্পে প্রশিক্ষণ শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷  উওর জেলার পানিসাগর সরকারি ইংলিশ মিডিয়াম সুকলের হলঘরে অনুষ্ঠিত হয় ব্লক প্রজেক্ট কো অর্ডিনেটর পানিসাগর এবং দামছড়া এর যৌথ উদ্দ্যোগে নিপুন ভারতের অঙ্গ হিসেবে নিপুন এিপুরা প্রজেক্টের উপর একদিবসীয় প্রশিক্ষন শিবির৷প্রদিপ প্রজ্জলনের মাধ্যমে শিবিরের শুভ শুচনা করেন পানিসাগর বিধানসভার মাননীয় বিধায়ক বিনয় ভুষন দাস মহাশয়৷ এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর বিদ্যালয় পরিদর্শক সুজিত রুদ্র পাল এবং দামছড়া বিদ্যালয় পরিদর্শক কৃতি সুন্দর দে সহ অন্যান্য আধিকারিক বৃন্ধরা৷উক্ত প্রশিক্ষন শিবিরে অংশগ্রহণ করেন পানিসাগর মহকুমার অন্তর্গত সব কটি বিদ্যালয়ের ইউ,জি,টি এবং জি,টি শিক্ষক শিক্ষিকাদের কিছু সংখ্যক শিক্ষক শিক্ষিকারা৷শিবিরে উপবিষ্ট অথিতিরা একে একে নিপুন এিপুরা প্রজেক্টটির বিস্তারিত তথ্য তোলে ধরেন৷প্রজেক্টটির মুল লক্ষ হলো তিন থেকে ছয় বছর বয়সের বালবাটিকা অর্থাৎ প্রাকপ্রাথমিক অঙ্গন ওয়ারি কেন্দ্রে বিভিন্ন ধরনের বর্ণ এবং তার ধবনি, উচ্ছারন চিহ্ণিত করতে পারা৷কমপক্ষে দুই তিনটি অক্ষরযুক্ত কিছু সহজ শব্দ পড়তে পাড়া৷এছাড়াও গণিত বিষয়ক লক্ষ হলো ১০ পর্যন্ত যে কোন ধরনের সংখ্যা চিনতে ও পড়তে পারা৷বিভিন্ন সংখ্যা, বস্ত,আকৃতি,কিছু ঘটনা হত্যাদি পর্যায়ক্রমে সাজাতে সমর্থ হওয়া৷ছয় থেকে সাত বছরের অর্থাৎ প্রথম শ্রেণী পাঠরত ছাএ ছাএিদের ক্ষেএে কমপক্ষে চার পাঁচ টি সহজ শব্দ যুক্ত ছোট ছোট বাক্য নিয়ে তৈরি পাঠ্যবস্ত পড়তে সক্ষম হওয়া৷পাশাপাশি গণিত বিষয়ক লক্ষ্য হলো ৯৯ পর্যন্ত যে কোন সংখ্যা পড়তে ও লিখতে পারা৷কিছু সহজ যোগ ও বিয়োগের অঙ্ক করতে পারা৷সাত থেকে আট বছরের অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে পাঠরত ছাএ ছাএিদের ক্ষেএে কমপক্ষে নতুন পাঠ্যবস্ত থেকে মিনিটে ৪৫ হইতে ৬০ টি শব্দ অর্থ বুঝে পড়তে পারা৷পাশাপাশি গণিত বিষয়ক লক্ষ্য হলো ৯৯৯ পর্যন্ত যে কোন সংখ্যা পড়তে ও লিখতে পারা৷৯৯ পর্যন্ত যে কোন সংখ্যা ব্যাবহার করে বিয়োগের অঙ্ক করতে পারা৷আট থেকে নয় বছর অর্থাৎ তৃতীয় শ্রেণিতে পাঠরত ছাএ ছাএিদের ক্ষেএে নতুন পাঠ্যবস্ত থেকে মিনিটে কমপক্ষে ৬০ টি শব্দ অর্থ বুঝে পড়তে পারা৷ পাশাপাশি গনিত বিষয়ক লক্ষ্য হলো ৯৯৯৯ পর্যন্ত যে কোন সংখ্যা পড়তে ও লিখতে পারা৷তৎসঙ্গে সহজ গুণের অঙ্ক সমাধান করতে পারা৷মুলত এই বিষয়বস্ত গুলোকে সঠিক বাস্তবায়নের মাধ্যমে শৈশব কাল থেকেই ছাএ ছাএিদের মধ্যে পড়াশুনার গুনগত মানকে সুদুর প্রসারী করার লক্ষ্যেই বিদ্যালয় শিক্ষা দপ্তরের এই প্রয়াস৷উক্ত প্রজেক্টটি সমস্ত রাজ্যের সাথে এক যোগে সফল করে তোলার লক্ষ্যে উওর জেলার পানিসাগর মহকুমায় ও এটি জারি থাকবে৷এই মর্মে বর্তমান এপ্রিল মাস থেকে আগামী জুন মাস অব্দি  তিন মাসের লক্ষ্যমাএা নিয়ে প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের পরামর্শ প্রদান করা হচ্ছে৷