নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ গোপন সংবাদের ভিত্তিতে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ গোয়ালা বস্তি দিল্লি পাবলিক সুকলের সামনে থেকে টুনটুন রায় নামে এক যুবককে আটক করে৷ তার কাছ থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করে এন সিসি থানার পুলিশ৷
এনসিসি থানার ওসি সুশান্ত দেব জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং টুনটুন রায় নামে ব্রাউন সুগার বিক্রেতাকে হাতে নাতে ধরে ফেলে৷ বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়৷
আটক করা যুবকের কাছ থেকে ৩০০ কোটা ব্রাউন সুগার এবং ১০০০ খালি কোটা উদ্ধার করে পুলিশ৷ গ্রেপ্তার করা হয় টুনটুন রায় নামে ব্রাউন সুগার বিক্রেতাকে৷ উদ্ধার করা ব্রাউন সুগারের বাজার মূল্য হবে আনুমানিক এক লক্ষ টাকা বলেই জানান এন সিসি থানার ওসি৷
2023-04-12

