নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ মঙ্গলবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে পর্যালোচনা মূলক বৈঠক অনুষ্ঠিত হয়৷ গর্খাবস্তি স্থিত ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের কনফারেন্স হলে মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে হয় এই বৈঠক৷ আলোচনা হয় সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে৷ এবং তপশিলি জাতি অন্তর্ভুক্ত মানুষ এবং ছাত্রছাত্রীরা সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে যাতে আরো বেশি সচেতন হতে পারে সেই বিষয়ে দপ্তরের আধিকারিকদের উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে পরবর্তী সময় জানান মন্ত্রী৷ বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের অন্যান্য আধিকারিক৷
2023-04-11

