নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ মনু মনপুই রোড সংলগ্ণ এলাকায় হঠাৎ করে বন দপ্তর এবং রাজ্য রাজস্ব দপ্তরের খাস জমি দখল করার ঘটনা ঘিরে সমগ্র মহকুমা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ বিশাল সংখ্যক বৈরী গোষ্ঠীর সদস্যরা এই জমি দখল করে নেয়৷ কাঞ্চনপুর মহকুমার মনু মনপুই রোড সংলগ্ণ এলাকায় হঠাৎ করে বন দপ্তর এবং রাজ্য রাজস্ব দপ্তরের খাস জমি দখল করার ঘটনা ঘিরে সমগ্র মহকুমা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ বিশাল সংখ্যক বৈরী গোষ্ঠীর সদস্যরা কাঞ্চণপুর মহকুমার অভ্যন্তরে সরকারী জমি দখল করে নিল তাতে জেলা প্রশাসনের ভুমিকা নিয়ে প্রশ্ণ উঠেছে৷ আত্ম সমর্পণকারী এন এল এফ টি বৈরীরা আচমকা এই জমি দখল করে করা শুরু করে৷ মোট ১২৭৫ জন সদস্য ২৮ একর জমি দখল করে নেয়৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷
2023-04-08

