কুমারঘাটে রাজ্য ভলিবলের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল।। কুমারঘাটে দিবারাত্রির ভলিবল টুর্নামেন্ট বেশ জমজমার পর্যায়ে। আগামীকাল টুর্নামেন্টের অন্তিম দিনে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। রয়েছে বিশেষ সমাপ্তি অনুষ্ঠানও। কুমারঘাটের পূর্ত দপ্তরের গ্রাউন্ডে আয়োজিত ৪৪ তম পুরুষ এবং ৩৫ তম মহিলা রাজ্য স্তরীয় কৃষ্ণ চন্দ্র সাহা স্মৃতি ভলিবল চ্যাম্পিয়নশিপ দ্বিতীয় দিনে আজ বেশ কটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম বেলায় পুরুষ বিভাগের খেলায় খোয়াই ২৫-১৯, ২৮-২৬, ২৪-২৬ ও ২৫-২৩ অর্থাৎ ৩-১ সেটে পশ্চিম জেলা দলকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। অপর খেলায় ঊনকোটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে ২৫-২৩, ২৬-২৪, ২২-২৫, ২০-২৫ এবং ১৫-১২ পয়েন্টে অর্থাৎ ৩-২ সেটে দক্ষিণ জেলা দলকে পরাজিত করেছে শেষ চারে প্রবেশ করে। অপর খেলায় ধলাই একপ্রকার সহজেই ২৫-২২, ২৫-২০ ও ২৫-২২ পয়েন্টে অর্থাৎ ৩-০ সেটে উত্তর জেলা দলকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। সন্ধ্যায় কৃত্রিম আলোয় পুরুষ ও মহিলা উভয় বিভাগের সেমিফাইনাল পর্যায়ের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সেমিফাইনালে মহিলা বিভাগে খোয়াই খেলছে দক্ষিণ জেলা দলের বিরুদ্ধে। অপর সেমিফাইনালে পশ্চিম জেলা দল খেলছে ঊনকোটি জেলার বিরুদ্ধে। পুরুষ বিভাগে প্রথম সেমিফাইনালে খোয়াই ও ধলাই এবং দ্বিতীয় সেমিফাইনালে এডিসি এবং ঊনকোটি পরস্পরের মুখোমুখি হচ্ছে। সংবাদ লেখা পর্যন্ত  সেমিফাইনালের গুরুত্বপূর্ণ লড়াই চলছে। আগামীকাল সন্ধ্যা ছয়টায় হবে ফাইনাল ম্যাচ। এরপর হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।