হায়দরাবাদ, ৭ এপ্রিল (হি. স.) : ম্যাচ চলাকালীন আচমকা মৃত্যু তেলঙ্গনার এক ক্রিকেটারের। হৃদরোগে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
শুক্রবার স্থানীয় টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন বছর ৩৭-এর শনিগরম আঞ্জানেউলু। সূত্রের খবর, ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে আচমকা পড়ে যান শনিগরম। সঙ্গে সঙ্গে সেখানে ছুটে আসে উপস্থিত মেডিকেল টিম। তাঁকে সিপিআর দেওয়া হয়। কিন্তু ক্রিকেটারের শরীর কোনও জবাব দেয়নি। এরপর তাঁকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই মৃত্যু নিয়ে একটি মামলাও দায়ের করেছে পুলিশ।