ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল।।উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ব্রু সুংনাই মথৌ এবং বায়াখা বাক্সা ক্লাব। রাঙ্গামাটি মাঠে হবে ম্যাচটি। অমরপুর মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেট টুর্নামেন্ট। এবছর আসরে অংশ নিয়েছে ১০ টি দল:‘এ’ গ্রুপে রয়েছে: দেবার্পিত ক্রিকেট আকাদেমি, ইয়াপ্রি কৌতাল ক্লাব, ডালাক ভি সি, প্লেয়ার্স একাদশ, জুপিটার ক্লাব, ‘বি’ গ্রুপে রয়েছে: আজাদ হিন্দ ক্লাব, বামপুর পি সি, ব্রাইট ডায়মন্ড ক্লাব, ব্রু সুংনাই মথৌ, বায়াখা বাক্সা ক্লাব। ২ মে হবে আসরের শেষ ম্যাচ। মহকুমা ক্রিকেট সংস্থার সচিব উজ্জ্বল দত্ত আসরের ক্রীড়াসূচী ঘোষনা করেন। আসরের সবকটি ম্যাচ হবে রাঙ্গামাটি স্কুল মাঠে।
2023-04-07

