টানা ২৬ ঘন্টা পর কুমারগঞ্জে উঠল অবরোধ, প্রশাসনিক আশ্বাস মিলল বেহাল রাজ্য সড়ক নির্মানে

কুমারগঞ্জ, ৭ এপ্রিল (হি. স.) : বেহাল রাস্তা অবিলম্বে নির্মাণের দাবিতে অনির্দিষ্টকাল পথ অবরোধে শামিল হয়েছিলেন এলাকার মানুষজন। টানা ২৬ ঘন্টা অবরোধের পর প্রশাসনিক আশ্বাসে অবরোধ তুলে নিলেন স্থানীয় বাসিন্দারা।

আগামী ১১ এপ্রিল কুমারগঞ্জ ব্লক প্রশাসন ও অবরোধকারীদের সঙ্গে রাস্তা নির্মাণের বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন বিডিও। আশা করা হচ্ছে, আগামী মঙ্গলবারের বৈঠকে রাস্তা নির্মাণের বিষয়ে একটি সমাধান সূত্র বেরিয়ে আসবে। দীর্ঘকাল ধরেই বেহালদশা বালুরঘাট-ফকিরগঞ্জ ভায়া ডাঙ্গারহাট রাজ্য সড়কের। রাস্তাটি একেবারেই চলাচলের অযোগ্য। বেহাল সড়কে নিত্যদিন লেগেই রয়েছে দুর্ঘটনা। বেহাল এই রাজ্য সড়ক সংস্কারের দাবি দীর্ঘদিনের। প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েও রাস্তা সংস্কার না হওয়ায় বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকাল পথ অবরোধে শামিল হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। অবরোধের ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের সাহাপুকুর এলাকায়।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে টানা ২৬ ঘন্টা বালুরঘাট-ফকিরগঞ্জ ভায়া ডাঙ্গারহাট সড়কে সাহাপুকুর এলাকায় পথ অবরোধের পর শুক্রবার দুপুর বারোটা নাগাদ অবরোধ স্থলে আসেন কুমারগঞ্জের বিডিও ছেওয়াং তামাং, কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল সহ অন্যান্যরা। অবরোধকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর রাস্তা নির্মাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। ঠিক হয়, আগামী ১১ এপ্রিল মঙ্গলবার কুমারগঞ্জ ব্লক অফিসে বিডিওর চেম্বারে প্রশাসন, জনপ্রতিনিধি ও সুলুন্টাপাড়ার বাসিন্দাদের নিয়ে এই রাস্তা নির্মাণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আশা করা হচ্ছে সেই আলোচনায় দীর্ঘদিনের রাস্তা নির্মাণের দাবির একটা সমাধান সূত্র বেরিয়ে আসবে।