BRAKING NEWS

প্রধানমন্ত্রী : চেন্নাই বিমানবদরের অত্যাধুনিক ইন্টিগ্রেটেড টার্মিনাল বিল্ডিংটি চেন্নাইয়ের পরিকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হবে

নয়াদিল্লি, ৬ এপ্রিল ।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, চেন্নাই বিমানবন্দরের নতুন অত্যাধুনিক ইন্টিগ্রেটেড টার্মিনাল বিল্ডিংটি চেন্নাইয়ের পরিকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ হবে। শ্রী মোদী আরও বলেছেন- এটি যোগাযোগ বৃদ্ধি করবে এবং স্থানীয় অর্থনীতিকেও সাহায্য করবে।

একটি ট্যুইটে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে যে চেন্নাই বিমানবন্দরে নতুন অত্যাধুনিক ইন্টিগ্রেটেড টার্মিনাল বিল্ডিং-এর প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৮ এপ্রিল ২০২৩ ইং তারিখে।

এদিন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন :

“এটি চেন্নাইয়ের পরিকাঠামোয় গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে উঠবে। এতে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতিও উপকৃত হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *