খোয়াই, ৬ এপ্রিল(হি.স.) : আবারও নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে ত্রিপুরা পুলিশ। খোয়াই জেলায় বাইজলবাড়ী ফাঁড়ির পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অসমের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ১৭ প্যাকেট শুঁকনো গাঁজা উদ্ধার করেছে। ওই ১৭ প্যাকেটে মোট ১৪২ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত হয়েছে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক। সাথে অসমের বাসিন্দা গাড়ির চালককেও পুলিশ আটক করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, আজ গাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা পাচারের গোপন সুত্রে খবর পেয়েছিল বাইজলবাড়ি ফাঁড়ি। সেই খবরের ভিত্তিতে আজ সকাল আনুমানিক আটটা নাগাদ ফাঁড়ির সামনেই নাকা চেকিংয়ে বসেছিল পুলিশ। ওই সময় এএস০১এফ সি৭৪০৫ নম্বরের একটি বোলেরো গাড়ি আটক করে তাতে তল্লাশি চালিয়ে ১৭টি প্যাকেটে ১৪২কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। সমস্ত গাঁজা গাড়ির ভেতরে লুকানো ছিল, জানান তিনি।
সাথে তিনি যোগ করেন, ওই গাড়ির চালক অসমের বঙ্গাইগাঁওয়ের বাসিন্দা আখিরুল ইসলাম( ২৭)কে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা হাতে নিয়ে তদন্ত শুরু হয়েছে।