কাছাড়ের কাটিগড়ায় বার্মিজ সুপারি বোঝাই লরি বাজেয়াপ্ত

কাটিগড়া (অসম), ৬ এপ্রিল (হি.স.) : কাছাড় জেলার কাটিগড়ায় বার্মিজ সুপারি বোঝাই লরি বাজেয়াপ্ত করা হয়েছে। গোয়েন্দা সূত্রের এক গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল বুধবার রাতে মোহনপুর টিকরপাড়া থেকে এএস ১১ ইসি ৪০৯৪ নম্বরের সুপারি বোঝাই বারো চাকার লরিটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে এই পাচার চক্রের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি পুলিশের। পুলিশের অভিযান টের পেয়ে লরি ছেড়ে পালিয়ে গেছে চালক।

আজ বৃহস্পতিবার কাটিগড়া থানার ওসি নবকুমার শইকিয়া জানান, লরি থেকে সাত টন ওজনের মোট ৫১টি সুপারির বস্তা উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য নির্ধারণ করার জন্য মেট্রোলজি বিভাগকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে বাজেয়াপ্তকৃত বার্মিজ সুপারি সহ লরিটি কাটিগড়া থানার হেফাজতে রয়েছে। তিনি জনান, পুলিশ নির্দিষ্ট ধারায় ৫২/২৩ নম্বরে মামলা রুজু করে এর তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *