নয়াদিল্লি, ৫ এপ্রিল(হি.স.) : এবার মহার্ঘ ভাতা (ডিএ)-র দাবি নিয়ে রাজধানী দিল্লিতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা। সব ঠিকঠাক চললে আগামী ১০-১১ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে ধর্না কর্মসূচি ঘোষণা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। সেখানে গিয়ে কেবল ধর্না দিয়েই ক্ষান্ত হচ্ছেন না তারা। ওই দু’দিন দিল্লিতে থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু , উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে ডেপুটেশন দেবেন তাঁরা। কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করছেন তাঁরা। সেই দাবির সপক্ষে যুক্তি দেশের রাষ্ট্রপতি-সহ কেন্দ্রীয় মন্ত্রীদের হাতে তুলে দেবেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা। ইতিমধ্যে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, মন্ত্রীরা তাঁদের জন্য সময় বরাদ্দ করেছেন বলেই সূত্রের খবর। মোট ৫০০ জন সরকারি কর্মচারী এই ধর্না কর্মসূচিতে যোগ দিতে দিল্লিতে যাচ্ছেন। ৮ এপ্রিল ২০০ জন ও ৯ এপ্রিল ৩০০ সরকারি কর্মচারী ট্রেনে চেপে দিল্লি রওনা হবেন। ১০ মার্চ প্রশাসনিক ধর্মঘটের পর দিল্লি যাওয়ার কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তাঁরা দিল্লি গিয়ে নিজেদের দাবিদাওয়ার কথা তুলে ধরবেন। ডিএ-র দাবিতে সরকারি কর্মচারীদের ধারাবাহিক আন্দোলন চলছেই।
প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের দিন মুখ্যমন্ত্রীর পাঠানো চিরকুট পড়ে ৩ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ)-র ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই ঘোষণার পর ২৪ ফেব্রুয়ারির সন্ধ্যায় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে নবান্ন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মচারী, সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা, সরকার অধিগৃহীত সংস্থা, পঞ্চায়েত কর্মী, পুরসভা, পুরনিগম এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করছে রাজ্য সরকার।