বাঁকুড়া, ৩ এপ্রিল (হি. স.) : রাজ্যের বিভিন্ন স্থানে শ্রীরামনবমীর মিছিলে পাথর নিক্ষেপ, হামলার প্রতিবাদে সোমবার বাঁকুড়া শহরের দুই প্রান্তে বিক্ষোভ মিছিল করে বিজেপি।
বাঁকুড়া শহরের প্রবেশ পথ কেরানীবাঁধে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে ও মাচানতলা মোড়ে বাঁকুড়া জেলা বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়।কেরানীবাঁধে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ ও মাচানতলা মোড়ে বিক্ষোভ মিছিল করা হয়।বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি বিল্লেশ্বর সিং বলেন, রাজ্যর আসানসোল, হাওড়া, রিষড়া প্রভৃতি স্থানে রামনবমীর মিছিল আক্রান্ত। পূর্বপরিকল্পিত ভাবে এটা করা হচ্ছে। অবিলম্বে এই সব ঘটনায় যুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবী জানান তিনি।