জম্মু, ৩ এপ্রিল(হি.স.) : জম্মু বিশ্ববিদ্যালয়ের জোরোয়ার সিং অডিটোরিয়ামে ৫ থেকে ৭ এপ্রিল তিন দিনের মেগা প্রোগ্রাম ‘পঞ্চ-পণ’ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। এই উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঞ্চ পণ সংকল্পের উপর ভিত্তি করে পঞ্চ পণ প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সোমবার জম্মু বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. উমেশ রায় বলেন, জম্মু বিশ্ববিদ্যালয় ছাড়াও, হিন্দুস্থান সমাচার নিউজ এজেন্সি, ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস এবং ক্লাস্টার ইউনিভার্সিটি এই ইভেন্টের যৌথ অংশীদার। তিনি বলেন, ৫ এপ্রিল, জম্মু বিশ্ববিদ্যালয়ের জেনারেল জোরাওয়ার সিং অডিটোরিয়ামে বিকাল ৫.৩০ টায় এই অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। প্রধান অতিথি থাকবেন জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। প্রধান বক্তা থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রেস সেক্রেটারি অজয় কুমার সিং। এ উপলক্ষে পঞ্চ পণ প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
তিনি জানান, এই অনুষ্ঠানে বহুভাষী সংবাদ সংস্থা হিন্দুস্থান সমাচারের চেয়ারম্যান অরবিন্দ মার্ডিকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঞ্চ পণ সংকল্প সম্পর্কে বিস্তারিতভাবে তার মতামত তুলে ধরবেন। প্রধানমন্ত্রীর পঞ্চপণের লক্ষ্য প্রথমটি একটি উন্নত ভারত তৈরি করা, দ্বিতীয়টি হল ঔপনিবেশিকতা থেকে মুক্তি, তৃতীয়টি হল তার সাংস্কৃতিক ঐতিহ্যের গর্ব, চতুর্থটি হল জাতীয় সংহতির অনুভূতি এবং পঞ্চমটি হল নাগরিক কর্তব্য পালন করা।

