ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ।।আগামীকাল থেকে শুরু টি-২০ ক্রিকেট। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-২০ ক্রিকেট আসরের উদ্বোধনী দিনে আগামীকাল হবে ৪ টি ম্যাচ। এম বি বি স্টেডিয়ামে সকাল ৯ টায় স্ফুলিঙ্গ খেলবে মৌচাক ক্লাবের বিরুদ্ধে, দুপুর সোয়া ১ টায় জে সি সি খেলবে হার্ভের বিরুদ্ধে, নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে সকাল ৯ টায় সংহতি খেলবে চলমান সঙ্ঘের বিরুদ্ধে এবং দুপুর সোয়া ১ টায় ইউনাটেড ফ্রেন্ডস খেলবে পোলস্টারের বিরুদ্ধে। তবে কাল বৈশাখীর তান্ডবে ধীরে ধীরে যেভাবে রাজ্যে বৃষ্টি আছরে পড়ছে তাতে ওই আসরের কতটা ম্যাচ শেষ পর্যন্ত হতে পারবে তা নিয়েও রয়েছে সন্দেহ। প্রায় প্রতি রাতেই বৃষ্টি আছড়ে পড়ছে রাজ্যে। ফলে দুশ্চিন্তায় রয়েছেন রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা। এবছর আসরে অংশ নিয়েছে ১৪ টি দল। তাদের ২ গ্রুপে রাখা হয়েছে। গ্রুপ ‘এ’- স্ফুলিঙ্গ, সংহতি, কসমোপলিটন, ব্লাডমাউথ, ইউ বি এস টি, মৌচাক, চলমান সঙ্ঘ। গ্রুপ ‘বি’- জে সি সি, শতদল সঙ্ঘ, ইউনাটেড ফ্রেন্ডস, ও পি সি, বি সি সি এবং হার্ভে। প্রতি গ্রুপ থেকে ৪ টি করে দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ হবে ২১ এপ্রিল। ফাইনাল ২৩ এপ্রিল। আসরে সাফল্য পেতে সবকটি দল প্রস্তুতি শুরু করে দিয়েছে জোড় কদমে। ত্রিমুকুট জয়ের লক্ষ্য আসরে মাঠে নামবে স্ফুলিঙ্গ ক্লাব। ১০ বছর আগে শেষবার ত্রিমুকুট জয় করেছিলো গণরাজ চৌমুহনীর ওই ক্লাবটি। এবারও সেই লক্ষ্যেই মাঠে নামবে দৃঢ়তার সঙ্গে জানান ক্লাব কর্তারা। এদিকে অপর শক্তিশালী দল ইউনাটেড ফ্রেন্ডস মরশুমে এখনও শিরোপা দখল করতে পারেনি। তাই বিশাল ঘোষদের লক্ষ্য টি-২০ ট্রফি ঘরে তোলা। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়।
2023-03-31